ক্লাইমেট-স্মার্ট কৃষি পদ্ধতির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ

শেকৃবি প্রতিনিধি
বক্তব্য রাখছেন েবহি:রাঙ্গন কার্যক্রম এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বক্তব্য রাখছেন েবহি:রাঙ্গন কার্যক্রম এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

আজ (২৫ জুন ২০২৫) বুধবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা পরিষদ সেমিনার কক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বহি:রাঙ্গন কার্যক্রম শাখার উদ্যোগে টেকসই উৎপাদনের জন্য ক্লাইমেট-স্মার্ট কৃষি পদ্ধতির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণে ৪০ জন মৎস্য চাষী অংশ গ্রহন করেন যার মধ্যে  ৬ জন নারীও ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বহি:রাঙ্গন কার্যক্রম এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম। তিনি বলেন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে জলবায়ু-বান্ধব টেকসই উন্নয়ন মৎস প্রযুক্তি ব্যবহার করে আপনাদের মাছের উৎপাদন বাড়াতে হবে। তবেই আমরা আমাদেও বাড়তি জনসংখ্যার আমিষের চাহিদা মিটাতে সক্ষম হব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস অফিসার মোঃ সেলিম রেজা। সভাপতিত্ব করেন বহি:রাঙ্গন কার্যক্রম এর সহযোগী পরিচালক ড. মোঃ হুমায়ন কবির।


 

সম্পর্কিত