পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইমাম হাফেজ মাওলানা ইসমাঈল হোসেন।দোয়া মাহফিলে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাগণ, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির উন্নতি ও সাফল্য কামনা করা হয়।